জয় বাংলা বাংলার জয় বীর বাঙালীর ১৬ ডিসেম্বর বিজয় দিবস - সুমনবিডিনেট

জয় বাংলা বাংলার জয় বীর বাঙালীর ১৬ ডিসেম্বর বিজয় দিবস - সুমনবিডিনেট
Posted by Admin
Your Ads Here

জয় বাংলা বাংলার জয় বীর বাঙালীর ১৬ ডিসেম্বর বিজয় দিবস - সুমনবিডিনেট
জয় বাংলা বাংলার জয় বীর বাঙালীর ১৬ ডিসেম্বর বিজয় দিবস - সুমনবিডিনেট

জয় বাংলা বাংলার জয় বীর বাঙালীর ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

শুক্রবার ১৬ডিসেম্বর ২০২২ এদিনে বাংলাদেশ বিজয় লাভ করে বাংলাদেশ। এই বিজয়ের মাধ্যমে বাঙালী মুক্ত হয়েছে পাক বাহিনীর হাত থেকে। পেয়েছে নতুুুন করে বাঁচার স্বপ্ন আশা। শুক্রবার ১৬ডিসেম্বর ২০২২ বিজয় দিবস যথা সম্মানের সাথে পালন করে সকল বাঙালী। বাংলার বাঙালীর কাছে ১৯৭১ সালে ১৬ডিসেম্বর পাকিস্থানী বাহিনরা আত্মসমর্পণ করে বাংলার বাঙালীর কাছে পরাজয় মেনে নেয়। এবং চিরোদিনের জন্য বাংলা থেকে দূর হয়।

See also: বাংলাদেশে নতুন ডিজিটাল ব্যাংক একাউন্ট খুলুন নগদ ও কড়ি
Your Ads Here

Your Ads Here


    এই পাকিস্থানী বাহিনী বাংলাদেশের এমন ক্ষতি করে যে তা পুশিয়ে ওঠা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু বাংলার বাঙালীরা সেই ক্ষতি পুশিয়ে উঠে এক বাংলাদেশ কে করেছে ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশে রয়েছে উন্নত রাষ্ট্রের  মত সকল সুযোগ সুুবিধা। বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণিত করে বাংলার সকল বাঙালী। আগামী দিনে বাংলাদেশ হবে সবার চোখের মনি দেশ বাংলাদেশ। সবাই বাংলাদেশ কে ভালোবাসার দেশ হিসেবে ভালোবাসবে। তাই বলি এসো বাঙালী ধর্ম বর্ণ দল বে দল ভুলে বাঙালী এক হই। বাংলাকে গড়ি এক সাথে এক মনে মধু ভালোবাসায়। আর মুখে মুখে বলি বাঙালীর জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ আমার মন ভরে ওঠে এই বাংলার গানে।

    আমি যখন বাংলাদেশের দেশাত্মবোধক গান গুলে শুনি তখন আমার মনে এক গভীর মায়া ও ভালোবাসা তৈরি হয়। আমাদের দেশের মুক্তিযোদ্ধর ইতিহাস গুলো যখন পড়ি ও শুনি তখন গাঁ কাটা দেয়। আমাদের দেশের সকল বাঙালীর উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে পাকিস্থানি বাহিনীরা ও তাদের সহযোগি রাজাকাররা। বাঙালীদের ভেবেছিল দূর্বল ওদের পাশে কেও দাঁড়াবে না।কিন্তু প্রতিবেশী দেশ ভারত আমাদের পাশে দাঁড়ায় এবং আশ্রয়, খাবার ও সহযোদ্ধা হয়ে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে। দিয়েছে আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের ্প্রশিক্ষণ দিয়েছে দিয়েছে অন্ত্র। তারা আমাদের বন্ধু প্রতিবেশী দেশ। তাদের উপকারের কথা ভোলার নয়। বাঙালী ও বাংলাদেশ তা কখন ভুলতে পারবে না।

    Your Ads Here

    Newer Posts Newer Posts Older Posts Older Posts
    Your Ads Here

    Comments

    Post a Comment
    Loading comments...