সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ ত্রাণ ‍দিচ্ছে এখনো। SumonBDnet

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ ত্রাণ ‍দিচ্ছে এখনো। SumonBDnet
Posted by Admin
Your Ads Here

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ  ত্রাণ ‍দিচ্ছে এখনো। SumonBDnet
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ ত্রাণ ‍দিচ্ছে এখনো। SumonBDnet

টানা ৪ থেকে ৫ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ ও সিলেটের মানুষ। এতে থাকা খাওয়া না ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। এর কারণে ইউটিউবার থেকে শুরু করে সেলিব্রিটি পর্যন্ত খাদ্য সহযোগিতা করছে।

বন্যা গ্রস্থ মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ এর স্কুল গুলোয় আশ্রয় নিয়েছে শত শত বন্যা গ্রস্থ মানুষ। বন্যাত্ব মানুষের বাড়ি ঘর বা বাসস্থান এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এই ক্ষয়ক্ষতি কত দিনে পুশিয়ে উঠতে পারবে কত দিনে তা বলা সম্ভব না। এই বন্যাত্বদদের কে অর্থ খাবার ও ত্রাণ দিয়ে সহযোগিতা করেছে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ। জনগন বন্যাত্ব দের সহযোগিতার জন্য ইউটিউবার দের হাতে নগদ টাকা পৌঁছিয়ে থেকে শুরু করে শুকনা খাবার পর্যন্ত দিয়েছে জাতি বর্ণ নিবিশেষে। এভাবে আমরা সবাই এক হয়ে একে অপরের সাথে চলতে পারলে আমাদের বাংলাদেশ হয়ে যাবে উন্নত দেশের তালিকায় প্রথম দেশ হওয়া সম্ভব বাংলাদেশ।

বন্যাত্ব গ্রস্থ মানুষের পাশে।

বন্যাত্ব গ্রস্থ মানুষের পাশে থেকে প্রতিদিন ত্রাণ বিতরণ করে যাচ্ছে ইউটিউবার ভাই ও বোনেরা। তারা বিকাশ,নগদ,রকেট ও ব্যাংক এর মাধ্যমে টাকা গ্রহণ করে সেই টাকা দিয়ে সাধারণ অসহায় বন্যাত্ব গ্রস্থ মানের খাবার সহ বিভিন্ন রকম ত্রাণ বিতরণ করে যাচ্ছে। এতে সাধারণ মানুষের না খেয়ে থাকতে হচ্ছে না। বাংলার মানুষের মানুষত্ব বোধ এখনো আছে এটা প্রমাণ করল বীরের জাতি বীর বাঙালি।।


আরো কত দিন বন্যার পানি থাকবে?

আরো কত দিন বন্যার পানি থাকবে এটা বলা সম্ভব না। তাই ইউটিউবার ভাইয়েরা প্রতিটি ঘরে ঘরে খাবারের অর্থ কালেক্ট করে খাবার পৌঁছিয়ে দিচ্ছে নিজেরা না খেযে। আজ ১০ থেকে ১৫ দিন হয়ে গেলেও তাদের কার্যক্রম চলছে এর মধ্যে কয়এক শত ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে এই হৃদয়বান ইউটিউবার মানুষ গুলো। তাদের জন্য শুভ কামনা দোয়া আর্শিবাদ।ভালো থাকুক মানুষ ভালো থাকুক বাংলাদেশ।

বন্যা গ্রস্থ মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
বন্যাত্ব গ্রস্থ মানুষের পাশে।
আরো কত দিন বন্যার পানি থাকবে?
বীরের জাতি বীর বাঙালি।।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...