তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার - Sumon BD Net

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার - Sumon BD Net
Posted by Admin
Your Ads Here

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ২০২২ - Sumon BD Net
Use of information and communication technology - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ২০২২ - Sumon BD Net

আমাদের ব্যবহার করা তথ্য প্রযুক্তি

আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনটাকে সহজ করতে পেরেছি তা শুধু নয়, আমাদের দেশটাকে ও পাল্টিয়ে ফেলেছি। সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান কাজে লাগিয়ে, আমরা আমাদের দেশেকে উন্নত করতে ও দেশের মানুষকে লেখাপড়া শিখে শিক্ষিত ও জ্ঞান চর্চা করে, আমরা সম্পদশালী দেশ হয়ে উঠবে একটা সময়। এর জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি শেখার দরজার সবার জন্য খোলা। আমার একটু কষ্ট করলেই তথ্য যোগাযোগ প্রযুক্তি কে আয়তো করতে পারব। ইতিমধ্যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রচুর পরিমাণ বৈদেশি মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি।.....

বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারঃ-

কম্পিউটার, মোবাইল ফোন, টেলিফোন, মোটরগাড়ি, রেলগাড়ি, ট্রাক, বাস,সিএনজি, অটো রিকশা ইত্যাদি স্থলপথে ব্যবহৃত যাতায়াত প্রযুক্তি। জাহাজ, স্পিডবোট এবং ফেরি, লঞ্চ, স্টিমার ইত্যাদি জলপথে ব্যবহৃত যাতায়াত প্রযুক্তি। আকাশপথে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য উড়োজাহাজ এবং হেলিকপ্টার ব্যবহার করছে। আর চাঁদে যাবার জন্য মানুষ মহাকাশযান ব্যবহার করছে।

আরো জানুন>>> ইন্টারনেট ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করুন
Your Ads Here

Your Ads Here

    আরো জানুন>>>ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং সম্পর্কে তথ্য
    আরো জানুন>>>বিশেষ তথ্য স্যামসাং কোম্পানি সম্পর্কে

    কৃষি কাজে তথ্য ও প্রযুক্তির ছোঁয়াঃ-

    বর্তমান আধুনিক তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই কৃষকরা কৃষিবিষয়ক সব পরামর্শ পাচ্ছেন। কৃষি বিপণনে মোবাইল ব্যাংকিং, বিকাশ কৃষকবান্ধব হিসেবে কাজ করে চলেছে। এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ড্রোন সিস্টেম অটোকপ্টার যার সঙ্গে যুক্ত রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং যা রেডিও পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ সুবিধার মধ্যে কৃষকেরা খেত থেকে সারাসরি তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে, খেত থেকে বিক্রয় করার সুবিধা।

    প্রযুক্তির ক্ষতিকর প্রভাব বা প্রযুক্তির কয়েকটি ক্ষতিকর ব্যবহার উল্লেখ করা হলোঃ-

    আমরা জানি আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হচ্ছে সাইবার বুলিং, হ্যাকিং ও যুদ্ধের অস্ত্র তৈরি। যেমন- সোশাল মিডিয়া মিথ্যা গুজব ছড়িয়ে, বন্দু তৈরি, বোমা তৈরি এবং ট্যাংক তৈরি ইত্যাদি। প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও রাসায়নিক সার ও কীটনাশক অধিক পরিমাণে ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হয় যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর।
    Your Ads Here

    Newer Posts Newer Posts Older Posts Older Posts
    Your Ads Here

    Comments

    Post a Comment
    Loading comments...